আরও দুটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠালো চীন
2022-07-16 19:12:16

জুলাই ১৬: আজ (শনিবার) সকাল ৬টা ৫৭ মিনিটে, চীনের থাইয়ুয়ান উপগ্রহ উতক্ষেপণকেন্দ্র থেকে, লংমার্চ-২সি পরিবাহক-রকেটের মাধ্যমে আরও দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পাঠিয়েছে চীন।

সিওয়েই-০৩ ও সিওয়েই-০৪ নামক উপগ্রহ দুটি  মূলত ভূমি জরিপ, ভৌগোলিক জরিপ ও ম্যাপিং, প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, ইত্যাদি খাতে বাণিজ্যিক রিমোট সেন্সিং পরিষেবা সরবরাহ করবে।

এদিকে, লংমার্চ পরিবাহক-রকেট সিরিজের এটি ছিল ৪২৭তম উত্ক্ষেপণ। (ইয়াং/আলিম/ছাই)