মধ্যপ্রাচ্যে শান্তির পরিবেশ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রতি ফিলিস্তিন প্রেসিডেন্টের আহ্বান
2022-07-16 16:11:44


জুলাই ১৬: মধ্যপ্রাচ্যে একটি ‘ব্যাপক, ন্যায্য ও স্থায়ী’ শান্তির পরিবেশ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি গতকাল (শুক্রবার) পশ্চিম তীরের বেথেলহেমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

আব্বাস বলেন, এতদঞ্চলে শান্তি স্থাপনের চাবিকাঠি হলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনি জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া এবং ওয়াশিংটনে ‘পিএলও’-র কার্যালয় পুনরায় চালু করা।

সাংবাদিক সম্মেলনে জো বাইডেন বলেন, তাঁর দেশ ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ সমর্থন করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)