উরুমুচি স্থলবন্দর এলাকা পরিদর্শন করলেন সি চিন পিং
2022-07-15 16:19:45

জুলাই ১৫: গত মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের সিনচিয়াং উইগুরু স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন।

উরুমুচি আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা শহরের অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চলে অবস্থিত। এর আয়তন ৬.৭ লাখ বর্গ কিলোমিটার। যা রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের সার্বিক উন্মুক্তকরণ আন্তর্জাতিক লজিস্টিক্স কেন্দ্র, আন্তর্জাতিক সরবরাহ চেইন সংস্থার কেন্দ্র, উন্মুক্ত ধরনের আধুনিক শিল্পের কেন্দ্র এবং সিনচিয়াং অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকার কেন্দ্রীয় অংশ।

বর্তমানে বন্দর এলাকায় নিয়মিত ট্রেন রুট চালু হয়েছে ২১টি। এর মাধ্যমে ইউরোপ ও এশিয়ার ১৯টি দেশ ও ২৬টি শহরে যাওয়া যায়। যা আন্তর্জাতিক শিল্প চেইন এবং সরবরাহ চেইনের স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)