চীনের কিরগিজ জাতির প্রদর্শনীতে সি চিন পিং
2022-07-15 10:04:44

জুলাই ১৫: গত ১৩ জুলাই চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘর পরিদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এসময় তিনি সিনচিয়াংয়ের ঐতিহাসিক নিদর্শন, ও কিরগিজ জাতির কাহিনী অবলম্বনে তৈরি মহাকাব্য ‘মানস’-এর প্রদর্শনী উপভোগ করেন। সফরকালে তিনি মানস অবৈষয়িক উত্তরাধিকারীদের সাথে আন্তরিক কথাবার্তা বলেন।

 

প্রেসিডেন্ট সি বলেন, প্রাচীন সভ্যতা সমৃদ্ধ ও সুদীর্ঘকালের, বিভিন্ন জাতির ঐতিহ্যিক সংস্কৃতিও শ্রেষ্ঠ, তাই ‘মানস’-এর মতো সাংস্কৃতিক উত্তরাধিকার কেবল চীনের সংখ্যালঘুদের শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং চীনা জাতির মূল্যবান সম্পত্তি। তাই ভালভাবে এদের সংরক্ষণ ও উত্তরাধিকার করা প্রয়োজন।

 

উল্লেখ্য, মানস হচ্ছে নবম থেকে দশম শতাব্দীতে সৃষ্ট মহাকাব্য। হাজার বছর ধরে তা মৌখিকভাবে চলে আসছে। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মহাকাব্য। এতে লিপিবদ্ধ রয়েছে কিরগিজ জনগণের প্রজনন, বেঁচে থাকা, উৎপাদন এবং বিকাশের বিষয়ে মূল্যবান তথ্য। যার মধ্যে সাহিত্য, রাজনীতি, ইতিহাস, ফার্মেসি এবং অন্যান্য বিষয় জড়িত। (সুবর্ণা/এনাম/রুবি)