প্রথমার্ধে চীনের শহর ও জেলায় ৬৫.৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
2022-07-15 17:15:17

জুলাই ১৫: গতকাল (বৃহস্পতিবার) মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, এ বছরের শুরু থেকে জটিল এবং গুরুতর আন্তর্জাতিক পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় দেশে মহামারীর প্রভাবে সব অঞ্চল এবং বিভাগ দৃঢ়ভাবে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছে এবং কর্মসংস্থান খাতে স্থিতিশীলতা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ফলে কর্মসংস্থান খাত স্থিতিশীল রয়েছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারাদেশের শহর ও জেলায় ৬৫.৪ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৯ শতাংশ পূর্ণ করেছে।

 

মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় জানায়, অর্থনীতি স্থিতিশীল করার ধারাবাহিক নীতি বাস্তবায়ন এবং মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি, অর্থনীতি ও সমাজের সমন্বিত উন্নয়ন এবং সংশ্লিষ্ট নানা কাজ করায় কর্মসংস্থান খাত আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

লিলি/তৌহিদ/শুয়ে