হলুদ নদী নিয়ে প্রেসিডেন্ট সির নানা উদ্যোগ
2022-07-15 16:22:30

হলুদ নদী বা ইয়েলো রিভার চীনা জাতির মাতৃনদী হিসেবে পরিচিত। এ অঞ্চলের উন্নয়ন এবং হলুদ নদীর পরিবেশ রক্ষার বিষয়ে বরাবরই গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডন্ট সি চিন পিং।

 

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর বিকেলে হ্য নান প্রদেশ পরিদর্শনের সময় সি চিন পিং হুয়াং হ্য জাদুঘর ঘুরে দেখেন। তিনি সেখানকার প্রদর্শনীতে হলুদ নদী প্রবাহিত অঞ্চলের সভ্যতার উন্নয়ন, নদীর বন্যা প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণসহ নানা ইতিহাস সম্পর্কে খোঁজখবর নেন।

 

হলুদ নদীর জাদুঘরের গাইড চাং সিয়াও লেই সে সময়ের কথা স্মরণ করে বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং হলুদ নদীর বন্যা প্রতিরোধ সম্পর্কে জেনে নিয়েছেন। মিং রাজবংশের পান সিউ সুন’র ‘নদনদী প্রতিরোধ মানচিত্র’র সামনে দাঁড়িয়ে তিনি প্রশংসা করে বলেন, এটি খুব চমত্কার। চাং সিয়াও লেই বলেন, “প্রেসিডেন্ট সি চীনা জাতির উন্নয়নের ইতিহাস এবং এ নদী ব্যবস্থাপনা সম্পর্কে অনেক কিছু জানেন”।

জাদুঘর পরিদর্শনের পর প্রেসিডেন্ট সি চিন পিং হলুদ নদীর জাতীয় ভূতাত্ত্বিক পার্কের চত্ত্বরে তার পার্শ্ববর্তী পরিবেশ ঘুরে দেখেন এবং এ অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবহার, বাঁধ নির্মাণ ও বন্যা প্রতিরোধসহ নানা ব্যাপারে খোজঁখজর নেন।

 

সে সময় জলসেচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট সি বলেছিলেন, ৭০ বছরে সিপিসি’র নেতৃত্ব হলুদ নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যা হলুদ নদীর ঐতিহাসিক বিষ্ময় সৃষ্টি করেছে। তাতে প্রেসিডেন্ট সি’র পানি ও নদী সম্পর্কে গভীর জ্ঞানের প্রতিফলন দেখা গেছে। চীনা জাতির মাতৃনদীর প্রতি তাঁর গভীর আবেগ রয়েছে এবং নদীর পরিবেশ সংরক্ষণ কাজে আশা রয়েছে তাঁর’।

 

পরের দিন সকালে হলুদ নদী প্রবাহিত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও গুণগত মানসম্পন্ন উন্নয়ন সংক্রান্ত আলোচনাসভা হ্য নান প্রদেশের জেং চৌ শহরে অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সি চিন পিং তাতে বলেন, ‘হলুদ নদীকে মাতৃনদী হিসেবে গণ্য করি আমরা। হলুদ নদীকে রক্ষা করা চীনা জাতির পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের বড় পরিকল্পনা’।

 

বেশ কয়েক বছর ধরে হলুদ নদী নিয়ে প্রেসিডেন্ট সি’র নানা উদ্যোগ পরিলক্ষিত হয়ে আসছে। ২০১৪ সালের মার্চ মাসে তিনি হ্য নান প্রদেশের লান কাওয়ে হলুদ নদী পরিদর্শন করেন। ২০১৬ সালের জুলাই মাসে মাতৃনদীর চিরদিন সুস্থতা রক্ষার নির্দেশনা দেন সি চিন পিং। ২০১৬ সালের আগস্ট মাসে ছিং হাই প্রদেশের হলুদ নদীর উত্সস্থলের পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিবরণী শুনেন এবং ২০১৯ সালের আগস্ট মাসে কান সু প্রদেশের লান চৌ শহরের হলুদ নদীর লান থিয়ে বেং চাং প্রকল্প পরিদর্শন করেন।

 

এবারের পরিদর্শনে জেং চৌয়ের একটি আলোচনাসভায় প্রেসিডেন্ট সি হলুদ নদী প্রবাহিত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও গুণগত মানসম্পন্ন উন্নয়নকে জাতীয় কৌশল হিসেবে চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন।

 

প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশনা ও সকলের যৌথ প্রচেষ্টার ফলে চীনা জাতির মাতৃনদী হলুদ নদী নতুন রূপ লাভ করবে বলে আশা করা যায়।