সিনচিয়াংয়ের জাদুঘর পরিদর্শন করেছেন সি চিন পিং
2022-07-15 15:07:34

জুলাই ১৫: ১৩ জুলাই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘর পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

সিনচিয়াং প্রাচীনকালে ‘পশ্চিম অঞ্চল’ নামে পরিচিত ছিলো। চীনের উত্তর-পশ্চিম সীমান্ত এবং এশিয়া ও ইউরোপের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত সিনচিয়াং। বিখ্যাত ‘রেশমপথ’ এখানে প্রাচীন চীনকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে; এটি বিভিন্ন সভ্যতার সমৃদ্ধ মিলনস্থল। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘর হল একটি শিল্পের প্রাসাদ, যা সিনচিয়াংয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক অবশেষ সংরক্ষণ করেছে এবং অনন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরেছে।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘরের মোট আয়তন ৪৯.৬ হাজার বর্গ মিটার এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক অবশেষ ও নমুনা সামগ্রীসহ মোট ২৫ হাজার টুকরো (সেট) সংগ্রহ করা হয়েছে। বৈশিষ্ট্যময় পণ্যগুলো হলো- টেক্সটাইল, কাগজের নথি, আঁকা মাটির ভাস্কর্য ইত্যাদি।

‘একটি জাদুঘর একটি বিশ্ববিদ্যালয়’। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জাদুঘরটি সিনচিয়াংয়ের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক উন্নয়নসহ নানা কৃতিত্ব তুলে ধরে।লিলি/তৌহিদ/শুয়ে