শ্রীলংকাকে দ্বিতীয় দফায় চাল সহায়তা দিয়েছে চীন
2022-07-15 18:55:06


জুলাই ১৫: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) শ্রীলংকায় নিযুক্ত চীনা দূতাবাস এবং শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে শ্রীলংকাকে চীনের দেওয়া দ্বিতীয় দফার খাদ্য হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করেছে।

দ্বিতীয় দফায় এক হাজার টন চালসহ শ্রীলংকাকে আলাদাভাবে আরও ১০ হাজার টন চাল সহায়তা দেওয়া হবে। এই খাদ্য সহায়তা দেশটির শিক্ষার্থীদের খাদ্য প্রকল্পকে সমর্থন করবে, যা ৯টি প্রদেশের প্রায় ৭৯০০টি স্কুলের ১.১ মিলিয়ন শিক্ষার্থীকে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

শ্রীলংকায় চীনের রাষ্ট্রদূত ছি চেন হং বলেন, আমি বিশ্বাস করি চীনের এই সহায়তা শ্রীলংকান শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। শ্রীলংকার ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খাবার পাবে, তাদের বাবা-মা, আত্মীয়স্বজন এবং বন্ধুরাও সরাসরি চীনের উষ্ণতা ও যত্ন অনুভব করবে।

 

শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব রানা সিংহে বলেছেন, চীনের সহায়তা শ্রীলংকার শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ।

গত এপ্রিল ও মে মাসে শ্রীলংকার জন্য মোট ৫০ কোটি ইউয়ানের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে চীন। দেশটিতে আর্থিক সংকটের পর সবচেয়ে বড় অফেরতযোগ্য সহযোগিতা এটি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)