মধ্য-প্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শুধু সংকট সৃষ্টি করবে: রাইসি
2022-07-15 11:49:35

জুলাই ১৫: গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্য-প্রাচ্য অঞ্চলের বিষয়াদীতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির হস্তক্ষেপ “শুধু সংকট ও অনিরাপত্তা” সৃষ্টি করবে।

 

ইরানি প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এদিন রাইসি দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশ পরিদর্শনকালে বলেন, কোন কোন অঞ্চল ও দেশ অনিরাপত্তা ও সন্ত্রাস ‘পশ্চিম ও যুক্তরাষ্ট্র থেকে মধ্য-প্রাচ্যে স্থানান্তর করছে’। ইরান এ অঞ্চলে কোন অনিরাপত্তা ও সংকট মেনে নেবে না। এ অঞ্চলে যে কোন ভুল দৃঢ়চিত্ত ও দুঃখজনক সাড়া পাবে।


রাইসি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চরম চাপ নির্লজ্জভাবে ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রকে অব্যাহতভাবে নিষেধাজ্ঞা ও হুমকি দিয়ে ইরানের পরীক্ষা নেয়া উচিত নয়।


(প্রেমা/এনাম/রুবি)