সিনচিয়াংয়ের আঙুর শিল্প পরিদর্শন করেছেন সি চিন পিং
2022-07-15 18:32:24

জুলাই ১৫: গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুর্পান শহর পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় বৈশিষ্ট্যময় ফল দেখেছেন, আঙুর শিল্পের উন্নয়ন সম্পর্কে জানতে পেরেছেন।

তুর্পান প্রথম দফার রাষ্ট্রীয় পর্যায়ের ঐতিহাসিক সংস্কৃতির বিখ্যাত শহর। তাকে ‘আঙুরের স্থান’ হিসেবে আখ্যায়িত করা হয়। আর ‘ভুথাওকৌ’ অর্থাত্ আঙ্গুর উপত্যকা তুর্পান শহরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। প্রাকৃতিক দৃশ্য সুন্দর, ইতিহাস সুদীর্ঘকালের।

আঙ্গুর উপত্যকার জমি আঙুর চাষের জন্য বেশ উপযোগী।  লোকজন এর ভিত্তিতে ব্যাপকভাবে পর্যটন শিল্প উন্নত করেছে। আঙুর শিল্প কৃষকদের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে।

 

(শুয়েই/তৌহিদ/লিলি)