চীনের অর্থনীতি ঝুঁকি মোকাবিলা করতে পারে: সিএমজি সম্পাদকীয়
2022-07-15 19:50:38


জুলাই ১৫: চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি’র মোট পরিমাণ ৫৬ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৫ শতাংশ বেশি।

উল্লেখ্য, বছরের প্রথমার্ধে চীনের সিপিআই আগের বছরের একই সময়ের তুলনায় ১.৭ শতাংশ বেড়েছে। অথচ ইউরোপ ও আমেরিকার দেশগুলোর কমেছে। এটি চীনা অর্থনীতির স্থিতিশীলতা ও জীবিকার উন্নয়নে ব্যাপক সহায়ক।

এ ছাড়া চলতি বছর চীন ভালোভাবে খাদ্য ও জ্বালানি উত্পাদন নিশ্চিত করেছে। এর মাধ্যমে পণ্যদ্রব্যের দামের স্থিতিশীলতা জোরালোভাবে নিশ্চিত করেছে।

ভবিষ্যতে মহামারির অবস্থা ভালো হওয়া এবং নীতিগত সুবিধার কল্যাণে চীনের অর্থনীতি আরও সুষ্ঠুভাবে উন্নত হবে।

চীনা অর্থনীতির উন্নয়নের চিত্র বোঝা যায়- বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতির পরিসংখ্যান দেখে। বড় দেশের অর্থনীতি ঝুঁকি মোকাবিলা করতে পারে। যা চীনা জনগণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যুগিয়েছে। সিএমজি সম্পাদকীয় এসব কথা বলেছে।

(শুয়েই/তৌহিদ)