বিগত অর্ধেক বছরে গ্রামাঞ্চলে প্যাকেজের পরিমাণ ২১৯০ কোটি
2022-07-14 16:12:44

জুলাই ১৪: চীনের ডাক ব্যুরো গতকাল (বুধবার) জানায়, বিশেষজ্ঞদের মতে বিগত অর্ধেক বছরে পশ্চিম চীনের বেশ কয়েকটি প্রদেশের পোস্ট ব্যুরোতে প্যাকেজের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। গ্রামে প্যাকেজ পৌঁছানো প্রকল্পের কারণে এ অগ্রগতি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছরের প্রথম ছ’মাসে চীনের গ্রামাঞ্চলে প্যাকেজের পরিমাণ ২১৯০ কোটি ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের সমান।

 

চীনের জাতীয় ডাক ব্যুরোর উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের তৃতীয় বিভাগের মহাপরিচালক ওয়াং ইয়ু হান বলেন, গ্রাম পর্যায়ের প্যাকেজ সেবা কেন্দ্র গঠিত হয়েছে; তা গ্রামকে জাতীয় পর্যায়ের সেবা নেটে অন্তর্ভুক্ত করেছে। এতে কৃষিপণ্যের সঙ্গে কোটি কোটি ভোক্তা যুক্ত হতে পেরেছে। এতে প্রান্তিক কৃষক ও বড় বাজারের মধ্যে বাধা দূর হয়েছে।

(রুবি/তৌহিদ/আকাশ)