নিষেধাজ্ঞা তুলে হাজারিবাগের উন্নয়ন তরান্বিত করতে হবে”
2022-07-14 19:09:06

 

ব্যবসাপাতির ৮২তম পর্বে যা থাকছে:

# সরকার নির্ধারিত দামে হয়নি চামড়া কেনাবেচা

# চীন, লাওস ও থাইল্যান্ডকে এক সুতোয় গেথেছে রেলপথ

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“পরিকল্পিত উন্নয়ন আমরাও চাই। আমরাও জানি এটা খুবই দামি একটা জায়গা। কিন্তু উন্নয়নের নামে এটাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, আমরা এটার অবসান চাই। ট্যানারি সরানোর কারণে আমরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়েছি। আমাদের জায়গা রেডজোনে থাকায় কোন কাজ করতে পারছি না। আমাদের বক্তব্য পরিস্কার, রেডজোন উঠিয়ে পরিকল্পিত উন্নয়ন করেন। সরকার এটাকে অধিগ্রহণ করেও নিচ্ছে না। আমাদের অনুমতি দিলে আমরা তো আবারো কারখানা তৈরি করবো না। এটা যেহেতু মূল্যবান আবাসিক এলাকা, তাই আমরা আবাসিক ভবনই নির্মাণ করবো। প্রয়োজনে রাজউক রাস্তাঘাটের জন্য জায়গা ছেড়ে দিয়ে নির্মাণ কাজ করবো।“

 মিজানুর রহমান

ভাইস-চেয়ারম্যান

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন