দুর্নীতি দমন বিষয়ে ব্রিক্সভূক্ত দেশসমূহের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজিত
2022-07-14 15:40:31

জুলাই ১৪: ব্রিক্সভূক্ত দেশসমূহের মন্ত্রী পর্যায়ের দুর্নীতি-বিরোধী সম্মেলন গতকাল (বুধবার) প্রথমবারের মতো ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

 

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য, সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের ডেপুটি সেক্রেটারি এবং স্টেট সুপারভাইজরি কমিশনের ডিরেক্টর ইয়াং সিও তু এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।

 

ভাষণে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিক্সভূক্ত দেশসমূহের নেতৃবৃন্দের ১৪তম বৈঠকের সভাপতিত্ব করেন এবং বিভিন্ন পক্ষ দুর্নীতি-বিরোধী বিভিন্ন প্রস্তাবে ব্যাপক মতৈক্যে পৌঁছায়। এর মাধ্যমে আন্তর্জাতিক সমাজের কাছে বাস্তব অভিযান দিয়ে ন্যায্যতা এবং ন্যায়বিচার সুরক্ষার স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়।

 

তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি বরাবরই স্পষ্টভাবেই দুর্নীতির বিরোধিতা করে আসছে, বিশেষ করে সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি দুর্নীতি-বিরোধী সংগ্রাম নিয়ে ধারাবাহিক নতুন চিন্তাধারা ও নতুন কৌশল উত্থাপন করেছেন। দুর্নীতি-বিরোধী সংগ্রামে বিজয় অর্জিত হয়েছে এবং সার্বিকভাবে তা সুসংহতও করা হয়েছে, ফলে চীনা জনগণের আন্তরিক সমর্থন পাওয়া গেছে।

 

ইয়াং সিও তু বলেন, দুর্নীতির বিরোধিতা হলো বিভিন্ন দেশের অভিন্ন কর্তব্য। ব্রিক্সভূক্ত দেশগুলোর রাজনৈতিক মতৈক্য সংযুক্ত করা, দুর্নীতির জন্য আশ্রয় না দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা, হাতে হাত রেখে দুর্নীতি দমনের দক্ষতা বাড়ানো, বহুপক্ষবাদ রক্ষা করে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ও বৈশ্বিক উন্নয়নের কমিউনিটির গঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন অবদান রাখা উচিত্।

লিলি/এনাম/শুয়ে