হংকংয়ে ছিপাওয়ের কারিগর
2022-07-14 18:50:30

হয়তো অনেকে চীনা চলচ্চিত্রগুলোতে ছিপাও পরিহিত সুন্দর নায়িকাদের দেখেছেন। ‘In the Mood for Love’ , ‘২০৪৬’ এবং ‘The Grandmaster’ প্রভৃতি চলচ্চিত্রে প্রধান নায়িকাদের খুব চমত্কার এক একটি ছিপাও দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।

ছিপাও সত্যিকার অর্থে চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পোশাক। ‘চাইনিজ স্টাইল লং শার্ট’–এর কারুকাজ ২০২১ সালে ‘জাতীয় অবৈষয়িক কালচারাল হেরিটেজ রিপ্রেজেন্টেটিভ প্রজেক্ট লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয় এবং এটি হংকংয়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারে পরিণত হয়েছে।

‘লেডি’র লং শার্ট’- ‘ছিপাও’ হিসেবে সাধারণভাবে পরিচিত। এটি ‘চীনা নারীদের জাতীয় পোশাক’ হিসেবেও অভিহিত।

সময় পার হওয়ার সাথে সাথে ঐতিহ্যবাহী ‘ছিপাও’য়ের কারুকার্যের শৈলী হংকংয়ে বাঁচিয়ে রাখা হয়। এর ডিজাইন এবং তৈরির নৈপুণ্য বেশ কয়েকবার সংস্কারের পর আরো পরিপক্ব ও উপযুক্ত হয়ে উঠেছে।

এখন আমরা হংকংয়ের দু’জন ছিপাও দর্জি’র গল্প জানবো।

 

ইউয়েন চিয়েন ওই, হংকংয়ের একজন তরুণ ছিপাও সংগ্রাহক। তার ছিপাও স্টুডিওতে প্রবেশ করলে রঙিন, সূক্ষ্ম ও মার্জিত ছিপাও দেখে খুব সুন্দর লাগে।

তিনি প্রাথমিক স্কুলে পড়ার সময় তাঁর দাদির একটি সাদা-কালো ছবি দেখতে পেলেন। কৌতূহলের সাথে তিনি দাদিকে জিজ্ঞাস করেন যে, উনি কে? তাকে যা অবাক করে দেয়, তা হল ছবির মর্যাদাবান নারীটি আসলে তাঁর দাদি। দাদি একটি ছিপাও পরার জন্য অনেক বেশি মার্জিত-দর্শন হয়ে উঠেছেন।

উচ্চ বিদ্যালয়ে ঢোকার পর, ইউয়েন চিয়েন ওই ছিপাও সংগ্রহ করা শুরু করেন। তাঁর কাছে সঠিক ‘নিয়ম’,  ‘সঠিক সীমানা নির্ধারণ’ একটি ছিপাওয়ের সৌন্দর্য প্রকাশ করে। পাশাপাশি মাপ ও সেলাইয়ের প্রক্রিয়া সত্যিই তাকে মুগ্ধ করেছিল।

 

ইউয়েন চিয়েন ওই বলেন, ছিপাও এই দেশকে জানার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কারণ এটি চীনের শতাব্দীর প্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িত একটি পোশাক। সময়ের সাথে সাথে ছিপাওয়ের প্রতি ইউয়েন চিয়েন ওই-এর অবিরাম ভালবাসা তাকে একটি ছিপাও স্টুডিও খুলতে উত্সাহ দেয়। তিনি স্বপ্ন দেখেছিলেন যে, ছিপাওয়ের অন্তর্গত সুন্দর সময় চিরকাল স্থায়ী হবে।

ইউয়েন চিয়েন ওইয়ের মাস্টার লিউ আন ছিং হংকংয়ের হাতে তৈরি ছিপাওয়ের দর্জি’র মধ্যে একজন। তিনি প্রায় ৬০ বছর ধরে ব্যবসা করছেন। তার ভাল কারুকাজ এবং দুর্দান্ত খ্যাতির কারণে তিনি ‘ইন দ্য মুড ফর লাভ’, ‘২০৪৬’ এবং ‘দ্য গ্র্যান্ডমাস্টার’সহ অনেক চলচ্চিত্রে প্রধান নায়িকার জন্য ছিপাও তৈরির কাজ পান।

 

লিউ আন ছিং তার পড়ার চশমা পরে দক্ষতার সাথে একটির পর একটি ছিপাও সেলাই করছেন। তিনি আবেগময় দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটি ছিপাও তৈরি করা সহজ কাজ নয়। লিউ আনছিং তার পুরো জীবন ধরে ছিপাও সেলাই করেছিলেন। হংকংয়ের মতো কোলাহলপূর্ণ এই শহরে ঐতিহ্যবাহী কারুশিল্পের সাথে বেঁচে আছেন তিনি। লিউ আনছিং স্বপ্ন দেখেন যে, ছিপাওয়ের প্রতিনিধিত্ব করা ঐতিহ্যবাহী সংস্কৃতি চিরদিন বেঁচে থাকবে। 

লিলি/তৌহিদ