জুলাই ১৪: ২০০২ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার বিষয়ক উদ্যোগ গ্রহণ করেছিল। এ বছর সেই উদ্যোগের ২০তম বার্ষিকী। ১৭ থেকে ১৯ জুলাই বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার অধিবেশন চীনের চ্যচিয়াং প্রদেশের ছিং থিয়ান কাউন্টিতে আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।
বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের অর্থ হচ্ছে, ঐতিহাসিক কৃষিব্যবস্থা, তার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে এবং তা আধুনিক পরিবেশগত কৃষির জন্য তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার মাধ্যমে, ঐতিহাসিক কৃষির মূল্য আরো উন্নত করা, সংশ্লিষ্ট পরিবেশগত ঐতিহ্যের সুরক্ষা, সাংস্কৃতিক উত্তরাধিকার ও অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন করা এবং কৃষির টেকসই উন্নয়ন ও গ্রামীণ সমৃদ্ধি এগিয়ে নেওয়া যাবে।
গত বছরের মে মাসে, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আনুষ্ঠানিকভাবে চীনের ফুচিয়ান প্রদেশের দক্ষিণপূর্ণাঞ্চলের আন সি থিয়ে কুয়ান ইন চা সাংস্কৃতিক ব্যবস্থা, ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ছি ফেং শহরের তৃণভূমির যাযাবর ব্যবস্থা এবং হ্য পেই প্রদেশের হান তান শহরের সোপান ব্যবস্থাকে বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে চীনের বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের পরিমাণ বেড়ে হয়েছে ১৮টি; যা এখন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। চীনের কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান সুই ফেং ফেই বলেন, “বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের যোগ্যতা অর্জন করতে হলে, কমপক্ষে ৫টি মানদণ্ড পূরণ করতে হবে। তা হচ্ছে- প্রথমত, খাদ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমানে চীনের ১৮টি বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকারের মধ্যে ৪টি সরাসরি চালের সঙ্গে জড়িত। আর সবগুলো জীবনের সঙ্গেই জড়িত। দ্বিতীয়ত, জীববৈচিত্র্য এবং পরিবেশগত বহুমুখী বৈশিষ্ট্য থাকা। তৃতীয়ত, বিশেষ কৃষি বিজ্ঞান ব্যবস্থা এবং অভিযোজিত প্রযুক্তি থাকা। চতুর্থত, বিশেষ কৃষি সাংস্কৃতিক মূল্য। পঞ্চমত, বিশেষ প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং ভূমি ও পানিসম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা থাকা।”
চ্যচিয়াং প্রদেশের ছিং থিয়ানের চাল-মাছ সম্পর্কিত ব্যবস্থা হচ্ছে চীনের প্রথম বৈশ্বিক গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার স্থান। ১৭ থেকে ১৯ জুলাই বিশ্বের গুরুত্বপূর্ণ কৃষি সাংস্কৃতিক উত্তরাধিকার অধিবেশন ছিং থিয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের থিম হলো “অভিন্ন কৃষি উত্তরাধিকার রক্ষা করা, সার্বিক গ্রামীণ পুনরুত্থান এগিয়ে নেওয়া’। সুই ফেং ফেই আরো জানান, এবারের অধিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মতৈক্যে জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন,“এবারের অধিবেশনে গ্রামাঞ্চলের টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া ও কৃষকদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন খাতে বিভিন্ন দেশের কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় হবে, একযোগে গ্রামীণ সমৃদ্ধি এগিয়ে নেওয়া হবে। আমরা আশা করি, এবারের অধিবেশনের সুযোগে বিভিন্ন উত্তরাধিকার স্থানের মধ্যে বিনিময় জোরদার করা যাবে।
উল্লেখ্য এবারের অধিবেশন হচ্ছে ২০ বছরের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সবচেয়ে বড় আকার, সবচেয়ে উঁচু পর্যায়ের এবং সবচেয়ে প্রভাবশালী অধিবেশন। ইরান, ইতালি, পেরু, থাইল্যান্ড, তানজানিয়াসহ মোট ১৩টি দেশের কৃষিমন্ত্রী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক, ফ্রান্স, পেরু, আলজেরিয়াসহ মোট ১৯টি দেশের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ও কূটনীতিক, ইউনেস্কো ও বিশ্ব খাদ্য কর্মসূচিসহ মোট ৭টি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিবর্গ, সংশ্লিষ্ট পণ্ডিত এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
(আকাশ/তৌহিদ/রুবি)