ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি নিয়ে চার পক্ষের বৈঠকের সাফল্যকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব
2022-07-14 11:00:35

জুলাই ১৪: গতকাল (বুধবার) ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ব্যাপারে তুরস্ক ও রাশিয়াসহ চার পক্ষের আলোচনার সাফল্যকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

এদিন নিউইয়র্কে জাতিসংঘের এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইস্তাম্বুল বৈঠকে ইউক্রেনের কৃষিজাত দ্রব্য কৃষ্ণ সাগরের মাধ্যমে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে, যা বিশ্বের জন্য আশার ব্যাপার।

তিনি আরও বলেন, বৈঠকে বিস্তারিত অগ্রগতি অর্জিত হয়েছে, বিভিন্ন পক্ষ নিয়ন্ত্রণ, সমন্বয়ব্যবস্থা নিয়ে একমত হয়েছে। তাই দ্রুত নতুন চুক্তি হবে বলে আশা করেন তিনি।

 

উল্লেখ্য, গতকাল তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের প্রতিনিধিরা ইস্তাম্বুলে ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে রপ্তানি করার বিষয়ে আলোচনা করে। বৈঠকে সব পক্ষ সমন্বয়কেন্দ্রের মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একমত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)