ইসরাইল সফর শুরু করেছেন জো বাইডেন
2022-07-14 11:25:15

জুলাই ১৪: গতকাল (বুধবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে পৌঁছেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু হয়।

সম্বর্ধনা অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেন, বাইডেনের সফর ‘একটি ঐতিহাসিক সফর।’ দু’দেশের নেতারা ‘মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা’ এবং ‘ইরানের পরমাণু পরিকল্পনার প্রয়োজন বাধা দেয়ার জন্য পুনরায় শক্তিশালী বৈশ্বিক লীগ প্রতিষ্ঠা করা’সহ দেশের নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন।

বাইডেন বলেন, মার্কিন-ইসরাইলে যোগাযোগ ‘মজ্জাগত বিষয়’। এবারের সফরে তিনি মধ্যপ্রাচ্যে ইসরাইলের  একীকরণ জোরদার করার চেষ্টা চালানোর পাশাপাশি অব্যাহতভাবে ফিলিস্তিন-ইসরাইল বিষয়ে ‘দুই রাষ্ট্র পরিকল্পনায়’ সমর্থন দেবেন।

(প্রেমা/তৌহিদ/রুবি)