নেপালে সফরে বিভিন্ন পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাত লিউ চিয়ান ছাও
2022-07-14 11:23:38

জুলাই ১৪: গত ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক লিউ চিয়ান ছাও সিপিসি’র একটি প্রতিনিধিদল নিয়ে নেপালে সফর করেছেন। সফরকালে তিনি পৃথক পৃথকভাবে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বামপন্থি নেতা এবং অন্যান্য পার্টির প্রধান নেতার সঙ্গে সাক্ষাত করেছেন।

তিনি বলেন, চীন নেপালের বিভিন্ন পার্টির সঙ্গে অব্যাহতভাবে ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত করে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়িয়ে চীন-নেপাল সম্পর্ক অব্যাহত উন্নয়ন জোরদার করতে চায়।

নেপাল জানায়, দেশটির বিভিন্ন রাজনৈতিক দল চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করতে চায়। নেপাল দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল থাকবে এবং কোন বাহ্যিক শক্তিকে চীন-বিরোধী আচরণের অনুমোদন দেবে না।

(প্রেমা/তৌহিদ/রুবি)