চামড়া কেনা-বেচায় মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম
2022-07-14 18:55:31

ঢাকা, জুলাই ১৪: অন্যান্য বছরের মতো এবারো সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। ফলে কিছুটা টানাপোডেনে মৌসুমি ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা বলছেন, এবার গেল বারের চেয়ে ভালো দামে কিনেছেন পশুর চামড়া।

প্রতি বছরই কোরবানি ঈদের আগে বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। সেই সভায় উপস্থিত থাকেন ট্যানারি মালিক, চামড়া ব্যবসায়ী থেকে শুরু করে সব পর্যায়ের প্রতিনিধিরা। কিন্তু তারপরও নির্ধারিত দামে বিক্রি হয়না পশুর চামড়া, এমন অভিযোগ এখন সর্বত্র।

ঈদের আগে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করে প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরের চামড়ার দাম নির্ধারণ করা হয় ৪০ থেকে ৪৪ টাকা।

কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। কোরবানির ঈদের পর ঢাকার চামড়া বিক্রির বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, গরুর চামড়ার দাম গড়ে ৩শ থেকে ৫শ’ টাকা। বড় আকারের গরুর চামড়া কোন কোন ক্ষেত্রে ৮শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে। ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০ টাকায়ও।

গেল কয়েক বছর ধরেই কোরবানির পশুর চামড়ার দাম কম। এবারও চামড়ার দামে কোন ব্যতিক্রম দেখা যায়নি। কেউ কেউ বলছেন, পানির দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। 

বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ৎ রাজধানীর পুরনো ঢাকার পোস্তার আড়তদারেরা জানান, বড় আকারের গরুর চামড়া ৩৫-৪০ বর্গফুট, মাঝারি ২১-৩০ এবং ছোট আকারের গরুর চামড়া ১৬-২০ বর্গফুটের হয়। একেকটি গরুর চামড়া সংরক্ষণে লবণ ও শ্রমিকের মজুরিসহ গড়ে ৩০০ টাকা খরচ হচ্ছে। তাদের অভিযোগ সেই অনুযায়ী তারা এবার দাম পাচ্ছেন না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে এ বিভাগে।