দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ার উচিত বাস্তব ব্যবস্থা নেয়া: চীনা মুখপাত্র
2022-07-14 16:35:04

জুলাই ১৪: চীন আশা করে, চীন-অস্ট্রেলিয়া আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ যোগানোর সুযোগকে কাজে লাগাতে পারবে উভয় পক্ষ।

 

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন।

 

 

তিনি বলেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাস্তব ভিত্তিক সহযোগিতার অবস্থান বরাবরই স্পষ্ট। এখন চীন ও অস্ট্রেলিয়া সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখা যায়, চীন আশা করে, অস্ট্রেলিয়া বাস্তব আচরণ দিয়ে চীন সম্বন্ধে সঠিক মনোভাব পোষণ করবে, চীনের সঙ্গে একই দিকে এগিয়ে যাবে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য উপযোগী পরিবেশ যোগাবে।

 

(শুয়েই/এনাম/লিলি)