মার্কিন রাজনীতিকদের উচিত জাতিসংঘের তদন্ত ও বিচার গ্রহণ করা: সিএমজি সম্পাদকীয়
2022-07-14 19:53:03

জুলাই ১৪: জন রবার্ট বোল্টন ট্রাম্প সরকারের রাষ্ট্রীয় নিরাপত্তা সহকারী ছিলেন। গত মঙ্গলবার তিনি মার্কিন তথ্যমাধ্যমকে বলেন, তিনি অন্য দেশে অভ্যুত্থানে সাহায্য করেছিলেন। 


তাঁর কথা আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমালোচনা কুড়িয়েছে। আসলে যুক্তরাষ্ট্র দীর্ঘসময় ধরে ‘বিশ্ব পুলিশ’ হিসেবে অন্য দেশের অভ্যুত্থানে অংশগ্রহণ করে, তা গোপন কথা নয়। তবে বোল্টন মার্কিন সরকারের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে তা স্বীকার করেছেন, তা অসাধারণ ব্যাপার। তা মার্কিন রাজনীতিকদের  মনের আধিপত্যবাদের প্রতিফলন। তাঁদের মতে, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা, অন্য দেশে অভ্যুত্থান করা স্বাভাবিক ব্যাপার। 


যেমন: ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া যুগোস্লাভিয়া ফেডারেল প্রজাতন্ত্রের ওপর ৭৮ দিন ধরে বোমা হামলা চালিয়েছে। চারবছর পর যুক্তরাষ্ট্র আবার নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরাক যুদ্ধ শুরু করেছে। ২০১১ সালে যুক্তরাষ্ট্র আবার ন্যাটো দেশগুলোকে সঙ্গে নিয়ে ‘নিরীহ মানুষকে রক্ষা’র অজুহাতে লিবিয়ায় যুদ্ধ শুরু করেছে। এসব দেশ এখনো যুদ্ধ ও দরিদ্র আছে। আসলে মার্কিন রাজনীতিকদের উচিত জাতিসংঘের তদন্ত ও বিচার গ্রহণ করা। 


শিখা/এনাম