শ্রীলংকাকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে চীন
2022-07-14 19:26:50

জুলাই ১৪: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু জুয়েটিং বলেছেন, চীন এবং শ্রীলংকা ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। ১৯৫২ সালে স্বাক্ষরিত ‘রাইস রাবার বাণিজ্য চুক্তি’ দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ইতিহাস সৃষ্টি করেছে। শ্রীলংকার সম্মুখীন হওয়া সমস্যা নিয়ে চীন তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এবং শ্রীলংকাকে তার অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করবে।

 

তিনি আরও বলেন, চীন শ্রীলংকার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করতে, এবং চীন-শ্রীলংকা সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে যৌথভাবে প্রচার করতে ইচ্ছুক। (জিনিয়া/এনাম/শুয়েই)