৫৬ মাঝি দিয়ে চলছে ড্রাগন আকৃতির বিশাল এক নৌবহর
2022-07-14 17:47:14

দূর থেকে দেখে মনে হবে বিশালাকৃতির কোন ড্রাগন ঢুকে পড়েছে লোকালয়ে। নানা কসরতে খেলছে পানিতে।

দূর থেকে ড্রাগন মনে হলেও এটি আদতে ড্রাগন সদৃশ নৌবহর। বিশালাকার এই নৌবহরটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে অবাক হবেন যে কেউ।

ড্রাগনের আকৃতির সঙ্গে মিল সাজানো হয় বিশালাকার এক নৌবহর। অভিনব এই আয়োজন করা হয় চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের ইয়াংশৌ কাউন্টিতে।

মোট ৫৬টি নৌকার সমন্বয়ে তৈরি করা হয় বিশাল এই নৌবহর। সুসজ্জিত এই নৌকা চালান মোট ৫৬ জন মাঝি। এই ৫৬ জন মাঝি এসেছেন চীনের ৫৬ জাতিগোষ্ঠী থেকে।

 

ইয়ুলং নদীর তীরে জাতীয় পর্যটন রিসোর্টে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ঘন্টাব্যাপী চলে ৭১০ মিটার দীর্ঘ এই নৌবহরের শৈল্পিক মহড়া।

 

 

                                             

ছবি: বিশাল এই নৌবহরটি দেখতে ঠিক ড্রাগনের মতো।

মূলত আসন্ন গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকদের আকৃষ্ট করতে এ আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তাতে সাড়াও মিলেছে ব্যাপক। নৌবহরের অপরূপ এই প্রদর্শনী দেখে বিমোহিত পর্যটকরাও।

মুহুর্তেই চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সর্বত্রই দারুণ প্রশংসা কুঁড়িয়েছে এ উদ্যোগ।

প্রতিবেদন ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।