শান ই ছুন
2022-07-14 14:50:00

 

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম শান ই ছুন। তিনি পরিষ্কার ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তরুণ হলেও তার গান গাওয়ার দক্ষতা ব্যাপক প্রশংসিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তাদের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন শান ই ছুনের একটি সুন্দর গান ‘তারার আলো’।গান ১

 

শান ই ছুন ২০০১ সালে চীনের চ্যচিয়াং প্রদেশের তোংইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি গান গাইতে বেশ পছন্দ করতেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে চীনের ইন্টারনেট বেশ উন্নত হয়। অনলাইনে সংগীত শোনা ও গান গাওয়া বেশ সুবিধাজনক ও জনপ্রিয় হয়ে ওঠে। ১৬ বছর বয়সে তিনি একটি অনলাইন গান গাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর শান ই ছুন গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন। মাধ্যমিক স্কুলের পাঠ চুকিয়ে তিনি চ্যচিয়াং সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন ও গান গাওয়া শিখেন।গান ২

 

বিশ্ববিদ্যালয় জীবনে শান ই ছুন চীনের বেশ জনপ্রিয় একটি সংগীত অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশ নেন। সবচেয়ে তরুণ হলেও তার কণ্ঠ ও পারফরম্যান্স তার বয়সের চেয়ে অনেক পরিপক্ব ও বেশ সুন্দর ছিল। প্রথম পারফরম্যান্স থেকেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের বিচারকরা তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি চমত্কার পারফর্ম্যান্সের জন্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে তান ই ছুনের একটি সুন্দর গান ‘যে ভালোবাসা হারায় না’।গান ৩

 

অনুষ্ঠানে শান ই ছুনের নতুন করে গাওয়া গানগুলো চীনের ইন্টারনেটেও অনেক জনপ্রিয় ওয়ে উঠেছে। তার গানগুলোতে ভিউয়ের পরিমাণ এক বিলিয়নেরও বেশি। চীনের অনেক সংগীত তালিকার প্রথম স্থানে দখল করেছে তার গান। বন্ধুরা, এখন আমরা শুনবো শান ই ছুনের গাওয়া অন্য একটি সুন্দর গান ‘চিরসবুজ’। এ গানের মূল গায়ক তাইওয়ানের বিখ্যাত গায়িকা আই ই লিয়াং। গানটি ২০১৮ সালে তাইওয়ানের গোল্ডেন সুর পুরস্কার জয় করে। গানে জীবন ও প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৪

 

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হওয়ার পর শান ই ছুন পেশাদার গায়িকা হন। সুন্দর কণ্ঠের জন্য অনেক টিভি নাটক ও চলচ্চিত্র তাকে গান গাওয়ার আমন্ত্রণ জানায়। এবার আমরা শুনবো শান ই ছুনের চলচ্চিত্র ‘এক সেকেন্ডের’ জন্য গাওয়া একটি গান। গানের নাম ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রেমের চিঠি’। গানে নির্মাতাদের মনোমুগ্ধকর গল্প বলা হয়েছে এবং ২০০৬ সালে এটি বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। খুব তরুণ হওয়ায় তান ই ছুনের অভিজ্ঞতা কম ছিল। তবে গানের আন্তরিক ও সরল অনুভূতি সবার মন জয় করে। বন্ধুরা, এখন তান ই ছুনের কণ্ঠে শুনুন সুন্দর আরেকটি গান ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রেমের চিঠি’।গান ৫

 

২০২২ সালে শান ই ছুনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘সাহস’ মুক্তি পায়। একটি অনুষ্ঠানের জন্য শান ই ছুন একজন শিক্ষার্থী থেকে হঠাৎ গায়িকা হন। জনপ্রিয়তার পাশাপাশি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন তিনি। তিনি গানের মাধ্যমে তার চিন্তাভাবনা ও মনোভাব প্রকাশ করেন। তিনি আশা করেন- অন্যদের সাহস ও শক্তি দেবেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে শান ই ছুনের একটি সুন্দর ‘অন্য উত্তর’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শান ই ছুনের আরেকটি সুন্দর গান ‘ভালবাসা এবং বেদনার প্রান্ত’ শুনবো। আশা করি, আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।