টোকিও বিদ্যুত্ কোম্পানির সাবেক ৪ কর্মকর্তাকে ফুকুশিমার দুর্ঘটনায় ক্ষতিপূরণ দিতে বললো আদালত
2022-07-14 15:50:17

জুলাই ১৪: জাপানের টোকিও’র আঞ্চলিক আদালত গতকাল (বুধবার) রায় দিয়েছে যে, টোকিও বিদ্যুত্ কোম্পানির সাবেক প্রধানসহ চারজনকে কোম্পানির কাছে প্রায় ১৩.৩ ট্রিলিয়ন জাপানি ইয়েন ক্ষতিপূরণ বাবদ ফিরিয়ে দিতে হবে। কারণ ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় তাদের দায় রয়েছে। ফল জাপানি বিচারের ইতিহাসে  সর্বোচ্চ ক্ষতিপূরণ তাদের দিতে হবে।

 

উল্লেখ্য, টোকিও বিদ্যুত্ কেন্দ্রের শেয়ারহোল্ডাররা ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের দুর্ঘটনায় বিশাল ক্ষতির কারণে একটি মামলার দায় করেছে এবং টোকিও বিদ্যুত্ কেন্দ্রের সাবেক প্রধানসহ পাঁচজনের কাছে ২২ ট্রিলিয়ন ইয়েন ক্ষতিপূরণের দাবি করেছে। তবে চারজনকে ক্ষতিপূরণ দিতে আদালতের রায়ে বলা হয়েছে।

লিলি/এনাম/শুয়ে