দক্ষিণ চীন সাগরের সালিশি মামলার তথাকথিত রায় অবৈধ: চীনা মুখপাত্র
2022-07-13 17:34:41

জুলাই ১৩: দক্ষিণ চীন সাগরের সালিশি মামলার তথাকথিত রায় ‘জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন’-সহ আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং এটি বেআইনি ও অবৈধ। চীন এই রায় স্বীকৃতি দেয় না। এই রায়ের উপর ভিত্তি করে কোনো দাবি ও পদক্ষেপ গ্রহণ করা যাবে না; এটাই আন্তর্জাতিক আইনের নীতি।

আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন একথা বলেছেন।

তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের সালিশি মামলায় চীনের অবস্থানের প্রতি আন্তর্জাতিক সমাজ ব্যাপক সমর্থন দিয়েছে। অবৈধ বিধি প্রয়োগের আড়ালে চীনের সার্বভৌমত্ব ও অধিকার লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ হবে এবং চীন আইন অনুযায়ী জবাব দেবে।

 

মুখপাত্র বলেন, একটি বহিরাগত দেশ যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ইস্যুতে ইতিহাস ও বস্তুনিষ্ঠ তথ্য উপেক্ষা করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিকৃত করেছে, দক্ষিণ চীনের সার্বভৌম ইস্যুতে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সমুদ্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ককে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে। মার্কিন এই আচরণ দায়িত্বহীন বলে উল্লেখ করেন মুখপাত্র।

লিলি/তৌহিদ/শুয়ে