সিনচিয়াং হল চীনের পশ্চিমে উন্মুক্তকরণের জানালা
2022-07-13 18:22:32

জুলাই ১৩: গতকাল (মঙ্গলবার) বিকালে বেইজিংয়ে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭৭তম বিশেষ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের মুখপাত্র সুই কুই সিয়াং বলেন, সিনচিয়াং হল পূর্ব ও পশ্চিমা সভ্যতার বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ। যা প্রাচীন রেশমপথের গুরুত্বপূর্ণ স্থান, রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রীয় এলাকা। অঞ্চলটি চীনের পশ্চিমাঞ্চলের জানালা। গত ৪ থেকে ৯ জুলাই তুরস্ক, ইতালি ও কেনিয়াসহ ১৩টি দেশে চীনের বাণিজ্য খাতের প্রতিনিধিরা সিনচিয়াং পরিদর্শন করেন। তাঁরা সিনচিয়াংয়ের শিল্প ও বাণিজ্য মহলের জনগণের সঙ্গে ব্যাপকভাবে  মতবিনিময় করেছেন।

 

সিনচিয়াং-এর পশ্চিমে উন্মুক্তকরণের পথ হল উভয়ের কল্যাণের পথ, সভ্যতার মাধ্যমে পারস্পরিক শেখার পথ, উজ্জ্বল ও শান্তিপূর্ণ পথ। সিনচিয়াং ‘যৌথ আলোচনা, নির্মাণ এবং বিনিময়ের’ ধারণায় সক্রিয়ভাবে দেশ বিদেশে যোগাযোগ এবং পূর্ব-পশ্চিমে পারস্পরিক বিনিময়ের উচ্চ মানের উন্মুক্তকরণের কাঠামো গড়ে তুলছে। বিভিন্ন দেশের অর্থনীতির আরো ঘনিষ্ঠতা জোরদার হয়েছে। পারস্পরিক সহযোগিতা আরো বাড়ছে, উন্নয়নের সুযোগ আরো বেশি হচ্ছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/লিলি)