শান্তি রক্ষার বিষয়ে যোগাযোগ জোরদার করার আহ্বান চীনের
2022-07-13 10:37:29

জুলাই ১৩: জাতিসংঘে চীনা প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে শান্তি রক্ষায় কৌশলগত যোগাযোগবিষয়ক বিতর্কে ভাষণ দেওয়ার সময় বলেছেন, শান্তি রক্ষার বিষয়ে চার দিক থেকে যোগাযোগ জোরদার করা উচিত।

 

চা চুন বলেছেন, কৌশলগত যোগাযোগ বিশ্বকে শান্তি রক্ষা সম্পর্কে ভালোভাবে জানাতে পারে। পাশাপাশি, শান্তি রক্ষার মাধ্যমে বিশ্বকে আরও ভালো সেবা দেওয়া যায়। জাতিসংঘ মহাসচিব উত্থাপিত ‘শান্তি রক্ষার জন্য অভিযান” প্রস্তাবে কৌশলগত যোগাযোগকে যন্ত্র হিসেবে ব্যবহার অন্তর্ভুক্ত হয়েছে, যা শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি রক্ষার অভিযানের কার্যকারিতা উন্নয়ন করবে।  তাই চার দিক থেকে কৌশলগত যোগাযোগ জোরদার করতে হবে বলে চীন মনে করে।

 

আর তা হলো: এক: আরও শক্তশালী অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা।  দুই: আরও ভালোভাবে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা। তিন: শান্তি রক্ষার কার্যকারিতা বেগবান করা। চার: কৌশলগত যোগাযোগের দক্ষতা উন্নয়ন করা।

 

চাং চুন বলেন, শান্তি রক্ষায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থদাতা দেশ এবং সেনা পাঠানোর দিক থেকে প্রধান দেশ হিসেবে চীন বরাবরই বাস্তব অভিযানের মাধ্যমে শান্তি রক্ষার দায়িত্ব পালন করেছে। চীন কৌশলগত যোগাযোগ প্রশিক্ষণের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে এবং কয়েক দশক ধরে সেনা পাঠানো দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করেছে, যাতে তাদের যোগাযোগের দক্ষতা উন্নত করা যায়। চীন শান্তি প্রেমিক দেশের সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য অবদান রাখতে চায়।

 

(রুবি/এনাম/শিশির)