প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির উন্নয়ন ও পুনরুজ্জীবনে বিভিন্ন দেশের সহায়তার জন্য চীন আনন্দিত
2022-07-13 19:34:34

জুলাই ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির উন্নয়ন ও পুনরুজ্জীবনে বিভিন্ন দেশের সহায়তার জন্য চীন আনন্দিত।

মুখপাত্র বলেন, গত অর্ধ শতাব্দীতে চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সম্পর্ক দৃঢ় হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সংলাপের অংশীদার হিসেবে, চীন ফোরামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, যেকোন দেশ ও দ্বীপ দেশগুলির মধ্যে সহযোগিতা উন্মুক্ত এবং অন্তর্ভুক্তির নীতিতে হওয়া উচিত্। এতে তৃতীয় পক্ষের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। চীন লক্ষ করেছে যে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, দ্বীপ দেশগুলিকে চীন অথবা যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পক্ষ বেছে নিতে হবে; যা আপত্তিকর।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)