‘নিখোঁজ’
2022-07-13 19:46:35

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ই লিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লিন ই লিয়ান, ১৯৬৬ সালের ২৬ এপ্রিল চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের আদি বাসস্থান চীনের চ্য চিয়াং প্রদেশের নিংবো শহর। তিনি হলেন চীনা ভাষার সংগীতমহলের খুব বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজনও অভিনেত্রীও বটে।

 

লিন ই লিয়ান হংকংয়ে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা এই নাম দিয়েছেন। নামের অর্থ লিয়ান মানে- মেয়েকে স্মরণ করা।

 

লিন ই লিয়ান একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘আর হু’ বাজাতে পারেন। তাঁর মা আঞ্চলিক অপেরা—শাও সিং খুব ভালো পরিবেশন করতে পারেন। ছোটবেলায় লিন ই লিয়ানের বাসায় সবসময় শোনা যেতো সংগীতের আওয়াজ। তবে ছোটবেলায় লিন ই লিয়ান ভালো গান গাওয়ার জন্য তেমন প্রশংসা পাননি। ছোটবেলায় তিনি সবসময় ছেলেদের সঙ্গে খেলতেন। তাঁর প্রিয় কাজ ছিল  ছেলেদের সঙ্গে হালকা পানীয় খাওয়া। 

 

বন্ধুরা, এখন শুনুন লিন ই লিয়ানের কন্ঠে ‘এই রাত এত অন্ধকার’। গানের কথায় বলা হয়, দিনের ছায়া বিদায় দেই, রাত আমাকে ঘিরে রেখেছে। এই বিশ্ব ঠিক তোমার মনের মত অন্ধকার। তবে রাত অন্ধকার হলেও, চোখের অশ্রু গোপন করা যায় না। রাত এত অন্ধকার, সে কাকে উষ্ণ সান্তনা দিয়েছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লিন ই লিয়ানের কণ্ঠে ‘নিখোঁজ’ নামের গানটি। গানের কথাগুলো এমন: সে বলে, ভালোবাসা করার মানুষকে খোঁজা যায় না। তাই নিজেই এই জীবন কাটাতে চায়। এই শান্ত থানা থেকে পরের সমৃদ্ধ শহর। অবাধভাবে চলে, কোনো অপেক্ষা করে না। পানশালার সংগীত, একজন মেয়ের পরিচয় ভুলিয়ে দেয়। কোথায় যথেষ্ঠ ভালো পুরুষ আছে। কোনো প্রেমের গল্প নেই, শুধুই মাতাল হয়ে মনের অনুভূতি মুক্ত করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন ই লিয়ানের কন্ঠে ‘পাগল হয়েছি’। গানের কথাগুলো এমন: আমাকে তোমার আত্মায় প্রবেশের অনুমোদন দাও। যদিও তুমি অন্যের অপেক্ষা করছো। চলে যেও না। যেন প্রচণ্ড বাতাস, যেন ঢেউ ও সমুদ্র। যেন বালি বাতাসের মধ্যে আছে। বিশ্লেষণ করো না। জানো কি না, শুরু থেকেই আমি তোমার জন্য পাগল হয়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ই লিয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)