চাও লেই
2022-07-13 13:27:27

চাও লেই ১৯৮৬ সালের ২০ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে  জন্মগ্রহণ করেন। তিনি মূল-ভূভাগের একজন গায়ক ও গীতিকার। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় সঙ্গীতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাঁর এবং তখন থেকে তিনি গিটার শিখতে শুরু করেন। ২০০৩ সালে ১৭ বছর বয়সী চাও লেই গিটার নিয়ে বেইজিংয়ের ভূগর্ভস্থ উত্তরণের মাধ্যমে যাতায়াত করেন, এবং তাঁর ভূগর্ভস্থ গায়ক জীবন শুরু করেন। যদিও তাঁর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ ছিল, তবুও তিনি সে সুযোগ ত্যাগ করেন, নিজের ছোট মঞ্চ ভূগর্ভস্থ উত্তরণ থেকে হৌ হাই’র বারে স্থানান্তর করেছেন। প্রায় দু’বছর পর তিনি তিব্বতে গিয়ে ভিন্ন জীবন শুরু করেন। ২০০৭ সাল থেকে তিনি সিছুয়ান-তিব্বত ও ইউন নান অঞ্চল ভ্রমন করেন। সে যাত্রায় তিনি ‘বেইজিংয়ে গামী ট্রেন”সহ বিভিন্ন শিল্প-কর্ম সৃষ্টি করেছেন।

 

২০১০ সালে চাও লেই হু নান টিভি’র প্রতিভা প্রদর্শন “চমৎকার ছেলে” অনুষ্ঠানে অংশ নেন। ‘ছবি’ ছিল অনুষ্ঠানে তাঁর গাওয়া একটি গান। ২০১১ সালের অগাস্টে তিনি প্রথম একক অ্যালবাম “চাও শিয়াও লেই” প্রকাশ করেন। “ছবি” গানটি অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। আসলে অ্যালবামে মোট ১২টি গান আছে। তাহলে এখন আমি অ্যালবামের অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, গানটি খুবই জনপ্রিয় ছিল। গানের নাম ‘দক্ষিণ চীনের মেয়ে’। 

২০১৩ সালে চাও লেই চীনের ৪৪টি স্টেশনে জাতীয় ভ্রাম্যমান পরিবেশন করেন। ২০১৪ সালে তিনি দ্বিতীয় একক অ্যালবাম “জিম রেস্তোরাঁ” প্রকাশ করেন। এতে অন্তর্ভূক্ত হয় “৩০ বছর বয়সী নারী” এবং “আমাদের সময়”সহ ১০টি গান। অ্যালবামটি বেশ কয়েকটি পুরস্কার জিতে, তিনিও বছরের ১০ জন সেরা সঙ্গীত শিল্পী পুরস্কার জিতেন। “আমাদের সময়” গানটি বার্ষিক টপ ২০ গোল্ড সং পুরস্কার জিতে। 

 

২০১৬ সালে চাও লেই তাঁর তৃতীয় অ্যালবাম “বড় হতে অক্ষম” প্রকাশ করেন। অ্যালবাম দিয়ে তিনি সেরা গায়ক-গীতিকার পুরস্কার জিতেন। অ্যালবামে “আ তিয়াও” ও “ছেংদু”সহ মোট দশটি গান অন্তর্ভূক্ত হয়। চীনের একটি শহর নামে “ছেংদু” গানটি অনেক জনপ্রিয় ছিল এবং বেশ কয়েকটি পুরস্কার জিতে। 

 

“আদর্শ” গানটি চাও লেই নিজের সৃষ্ট মৌলিক গান। তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘জিম রেস্তোঁরা’ থেকে নেয়া। হুনান টিভির একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেয়ার সময় তিনি গানটি গেয়েছেন। এটা পাশাপাশি একটি ইন্টারনেট নাটকের থিম সং। প্রত্যেক মানুষের আদর্শ আছে, তাইনা বন্ধুরা? 

   

(প্রেমা/এনাম)