শ্রীলংকার প্রেসিডেন্ট মালদ্বীপে আশ্রয় নিয়েছেন: মালদ্বীপের মিডিয়া
2022-07-13 19:18:23

জুলাই ১৩: মালদ্বীপের গণমাধ্যমে আজ (বুধবার) বলা হয়েছে,  শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এদিন যুদ্ধবিমানে করে মালদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন। মালদ্বীপের স্পিকার নাশিদ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এসময় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা দেখা যায়।

 

শ্রীলংকার রাজধানী কলম্বোতে ৯ জুলাই থেকে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। সেদিন বিকেলে এক পার্টির জরুরি সম্মেলনে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অবিলম্বে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং যত দ্রুত সম্ভব সব দলকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)