সিনচিয়াংয়ের শিক্ষা খাত আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে নিচ্ছে
2022-07-13 17:32:56

জুলাই ১৩: সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭৭তম প্রেস ব্রিফিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সিনচিয়াংয়ের শিক্ষা খাতে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতার স্থিতিশীল অগ্রগতি তুলে ধরা হয়।

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারি মুখপাত্র সুই কুই সিয়াং বলেন, সিনচিয়াং বিষয়ে বিদেশে পাবলিক স্টাডি প্রচার চালিয়ে যেতে হবে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডাসহ ২২টি দেশে অধ্যয়ন করতে মোট ৩৩৮জন শিক্ষার্থী পাঠানো হয়েছে।

তা ছাড়া, ‘চীনের সিনচিয়াংয়ে অধ্যয়নের পরিকল্পনা’ চালু করা হয়েছে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার।

তৃতীয়ত, চীন ও বিদেশের সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাত উন্নত করা যায় এবং স্থিতিশীলভাবে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা এগিয়ে যাওয়া যায়।

লিলি/তৌহিদ/শুয়ে