বছরের প্রথমার্ধে চীনে আমদানি-রপ্তানি টানা ৮ প্রান্তিক ধরে বেড়েছে
2022-07-13 19:16:13

জুলাই ১৩: চীনের শুল্ক বিভাগ আজ (বুধবার) ২০২২ সালের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যের সূচক প্রকাশ করেছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের বৈদেশিক আমদানি-রপ্তানি খাত টানা ৮ প্রান্তিক ধরে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে। বিদেশি বাণিজ্যের পরিমাণ ১৯.৮ ট্রিলিয়ন ইউয়ান।

২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণের পর গত মার্চ ও এপ্রিল মাসে চীনের বৈদেশিক বাণিজ্য চাপের মধ্যে পড়ে। শাংহাইসহ কয়েকটি সমুদ্রতীরবর্তী এলাকায় কিছু প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি ও স্বাভাবিক উত্পাদন প্রভাবিত হয়। তবে, মে মাসের পর চীনে মহামারির অবস্থা ভালো হতে থাকে এবং গৃহীত বিভিন্ন নীতির সুপ্রভাব দেখা যায়। চীনের শুল্ক বিভাগের মুখপাত্র লি ওয়েন খুই আজ (বুধবার) বেইজিংয়ে বলেন, মে ও জুন মাসে চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। বিদেশি প্রতিষ্ঠানের উত্পাদন পুরোদমে পুনরুদ্ধার হচ্ছে।

তিনি মনে করেন, মহামারি ও ইউক্রেন সংকট অনেক ঝুঁকি সৃষ্টি করলেও বিশ্ব অর্থনীতিতে পুনরুদ্ধার প্রবণতা দেখা যাচ্ছে।