জুলাই ১৩: সোয়াপ স্টেশনটি লাসার লিউউ নিউ ডিস্ট্রিক্টের ৩১৮ জাতীয় সড়কের পাশে অবস্থিত। স্টেশনের কর্মী কুও চিয়ান শিন জানান, স্টেশনে বিভিন্ন ধরণের বিদ্যুতচালিত গাড়ির জন্য ১৩ রকমের ব্যাটারি প্রস্তুত রাখা হয়েছে। এসব ব্যাটারি জলবিদ্যুত এবং সৌরবিদ্যুত দিয়ে রিচার্জ করা হয়। বিদ্যুতচালিত গাড়ি চালালে এখানে এসে ব্যাটারি সোয়াপ করা যায়। খুব সুবিধাজনক।
হাইনান থেকে গাড়িতে করে লাসায় আসা পর্যটক ছাই চিউন পো এ স্টেশনে ব্যাটারি এক্সচেঞ্জ করা প্রথম কাস্টমার। তিনি বলেন, বিদ্যুত রিচার্জ করতে গেলে একবার ১ ঘন্টা লাগে। ব্যাটারি এক্সচেঞ্জ করলে মাত্র ৫ মিনিট, খুব সুবিধাজনক।
তিব্বত গ্রিন এনার্জির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। লাসায় বছরে গড়ে ৩ হাজার ঘন্টার বেশি সূর্যালোক থাকে। গত দুই বছরে, তিব্বতে বৈদ্যুতিক ট্যাক্সি, গ্যাস-ইলেকট্রিক হাইব্রিড বাস এবং সৌর বৈদ্যুতিক বাস ইত্যাদি সৌরশক্তির ওপরে নির্ভরশীল যান দ্রুত বাড়ছে।
(ইয়াং/আলিম/ছাই)