ছংসেং মন্দির- চীনের ইয়ুননান প্রদেশের তালি পাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে অবস্থিত। ছংসেং মন্দিরের তিনটি টাওয়ার আছে, তাদের উঁচু ঐতিহাসিক সাংস্কৃতিক এবং স্থাপত্য মূল্য আছে। পাশাপাশি চীনের টাওয়ার নির্মাণ শিল্পের প্রতিনিধিত্বমূলক স্থাপত্য এটি।