হাজীদের পরিবহন সম্পন্ন করেছে চীনের নির্মিত মক্কার রেলগাড়ি
2022-07-13 13:52:29

জুলাই ১৩: মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর চীনের নির্মিত মক্কার রেলগাড়ি চলতি বছরের পবিত্র হজ্জের সময় আবারও চালু হয়েছে।

 

গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত সময়ে এ রেলগাড়ি মোট ১৫৮ ঘন্টা চলেছে।  এসময় মোট ১২.৯ লাখেরও বেশি লোক যাতায়াত করেছে তাতে।

 

জানা গেছে, চীনের নির্মাণ করা এ রেলপথের মোট দৈর্ঘ্য ১৮.২৫ কিলোমিটার। তাতে মোট ৯টি স্টেশন রয়েছে,যা তিনটি হজ্জ এলাকার মধ্যে যাতায়াত করতে সক্ষম।

 

২০১০ সালের ১৩ নভেম্বর এ রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।এ পর্যন্ত ৮ বছরে এ পথে ২ কোটির বেশি হাজী পরিভ্রমণ করেছেন।(সুবর্ণা/এনাম/রুবি)