অন্যান্য দেশে অভ্যুত্থানের পরিকল্পনা স্বীকার করায় অবাক হওয়ার কিছু নেই: চীনা মুখপাত্র
2022-07-13 17:33:54

জুলাই ১৩: আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, মার্কিন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশে অভ্যুত্থানের পরিকল্পনার কথা স্বীকার করেছেন—তাতে অবাক হওয়ার কিছু নেই।

মুখপাত্র বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং অন্য দেশের প্রশাসন উৎখাত করা মার্কিন সরকারের নিয়মিত আচরণে পরিণত হয়েছে এবং এটি ‘মার্কিন নীতির’ অংশ। এ বিরোধিতা করবে বিশ্বের মানুষ।

উল্লেখ্য, জন রবার্ট বোল্টোন- যিনি মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন; সম্প্রতি তিনি স্বীকার করেন যে, তিনি অন্যান্য দেশে অভ্যুত্থান পরিকল্পনায় সহায়তা করেছিলেন। রয়টার্স বলে যে, মার্কিন কর্মকর্তাদের জন্য প্রকাশ্যে বিদেশে অশান্তি উসকে দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করা ‘অত্যন্ত অস্বাভাবিক’।

লিলি/তৌহিদ/শুয়ে