জুলাই ১২: ৮ জুলাই লাসায় তিব্বতের নতুন জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন জাদুঘরের আয়তন ৬৫ হাজার বর্গমিটার। এতে ৫.২ লাখেরও বেশি আইটেম রয়েছে। এর মধ্যে ৪০ হাজারেরও বেশি আইটেম মূল্যবান সাংস্কৃতিক পূরাকীর্তি। এটি তিব্বতের একমাত্র জাতীয় প্রথম শ্রেণীর আধুনিক যাদুঘর, যার মাধ্যমে সংগ্রহ, প্রদর্শন, গবেষণা, শিক্ষা এবং সেবার ভূমিকা পালন করা যায়।
২০১৭ সালের অক্টোবরে, তিব্বতের "ত্রিয়োদশ পাঁচসালা পরিকল্পনা" সময়কালে, তিব্বতে একটি প্রধান জনসাধারণের সাংস্কৃতিক সুবিধা প্রকল্প হিসাবে, নতুন যাদুঘরের পুনর্গঠন এবং সম্প্রসারণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এতে মোট বিনিয়োগ করা হয়েছে ৬৬ কোটি ইউয়ান।
(ইয়াং/আলিম/ছাই)