‘ঝড়ো বাতাস বইছে’
2022-07-12 19:47:07

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং হ্য ইয়ে’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং হ্য ইয়ে, ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি চীনের হেই লুং চিয়াং প্রদেশের হা’আরবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপ সংগীতের কণ্ঠশিল্পী।

 

২০২১ সালে ওয়াং হ্য ইয়ে’র প্রথম ব্যক্তিগত সংগীত ‘ঝড়ো বাতাস বইছে’ প্রকাশিত হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০২২ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘এই পৃথিবীর নিয়ম’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে’র গান ‘অধ্যায়’। গানের কথাগুলো এমন: কালো মেঘ আকাশের নীল প্রতিরোধ করতে পারে না। অন্ধকার তোমার চোখ অবরুদ্ধ করতে দেবে না। আমি তোমার সঙ্গী হবো। কুয়াসা বন্দর লুকিয়ে রাখতে দেবে না। তোমার দুনিয়াকে এত অস্থির করতে দেবে না। মনের আলো নিভিয়ে দেবে না। যাই হোক না কেন, আমরা স্বপ্ন-পানে ছুটবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন ওয়াং হ্য ইয়ে’র আরেকটি গান, গানের নাম  ‘ঝড়ো বাতাস’। গানের কথায় বলা হয়, আকাশ থেকে এক গ্লাস পানি নেই। চাঁদের সঙ্গে এই মানুষের দুনিয়াকে আলোকিত করবো। ভালোবাসা ও ঘৃণা মুহূর্তের ব্যাপার। আকাশ থেকে এক গ্লাস পানি নেই। চাঁদের সঙ্গে এই মানুষের দুনিয়াকে আলোকিত করবো। ভালোবাসা ও ঘৃণা বার বার হয়। ঝড়ো বাতাস বইছে, আমার হৃদয়ের ব্যথা নিয়ে যাবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে’র গান ‘প্রজাপতির মাতম’। গানের কথায় বলা হয়, এখনো বুঝতে পারি না, তোমার ত্যাগের কথা। ঠান্ডা সমুদ্রে ঘুমিয়ে আছি, আমি বুঝতে পারি না। এত সময়ে তোমার ওপর নির্ভর করি, এখন তা আমার বাধা হয়। এখনো বুঝতে পেরেছি, হৃদয় খালি নেই। আর কাউকে ভালোবাসতে পারি না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে’র গান ‘মিষ্টি আসছে’। গানের কথায় বলা হয়, শুরুতে জানি না, তোমার অস্তিত্ব আমার কাছে কত গুরুত্বপূর্ণ। যখন তুমি আমার কাছে নেই। প্রথমবার তোমাকে দেখে, আমি অস্থিরের সঙ্গে জেগে উঠি। তোমার হৃদয় থেকে নিজেকে দেখি। তোমার চলে যাওয়ার সেদিন, বিদায় নেয়ার সময় নেই। শুধু একাকী থাকি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং হ্য ইয়ে’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)