হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা নষ্টের কোনো আচরণ ও কর্মকান্ডকে চীন অনুমোদন দেবে না
2022-07-12 18:52:25

জুলাই ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে হংকংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হানস্কোম স্মিথের বিদায়ী ভাষণ নিয়ে কথা বলেছেন।

 

ওই ভাষণে হানস্কোম স্মিথ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা আইন হংকংয়ের রাজনীতি ও সমাজের স্বাধীনতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্র ‘স্বাধীন হংকং’-এর সমর্থন না করলেও দেশটি আশা করে যে চীন হংকংয়ের স্বায়ত্তশাসিত অধিকারকে সম্মান করবে।

 

চীনা মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, হংকংয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পর  সমাজ আবার স্বাভাবিক হয়েছে। ব্যাপক পরিমাণে হংকংবাসী এবং হংকংয়ের বিদেশিদের বিভিন্ন বৈধ অধিকার আরো নিরাপদ পরিবেশে আরো ভালোভাবে নিশ্চিত হয়েছে। গণজরিপ থেকে জানা গেছে, ৭৬.২ শতাংশ হংকংয়ের নাগরিক মনে করে, রাষ্ট্রীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পর তাদের স্বাধীন অধিকারের কোনো পরিবর্তন হয়নি।

 

মুখপাত্র আরো বলেন, চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং হংকং ইস্যুকে হস্তক্ষেপ করা, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষতি করা, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা ধ্বংস করার যে কোনো আচরণ ও কর্মকান্ডকে চীন অনুমোদন দেবে না, এবং তা নিশ্চয় সফল হবে না।

(শুয়েই/এনাম/লিলি)