কেবল ‘একচীন নীতিতে’ অবিচল থাকলেই তাইওয়ান প্রণালীর দু'তীরের স্থিতিশীলতা রক্ষা করা যায়: ওয়াং ই
2022-07-12 10:44:19

জুলাই ১২: চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ানের মহা-সচিবালয়ে ‘উন্মুক্ত অঞ্চল গঠনে অবিচল থাকা’ সম্পর্কে ভাষণ দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

বর্তমান তাইওয়ান প্রণালীর দু’তীরে উত্তেজনা এবং এর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা প্রসঙ্গে ওয়াং ই বলেন, কেবল ‘একচীন নীতিতে’ অবিচল থাকলেই তাইওয়ান প্রণালীর দু'তীরের স্থিতিশীলতা রক্ষা করা যাবে।

তিনি বলেন, ইতিহাস ও অনুশীলন থেকে বারবার প্রমাণিত হয়েছে যে, ‘একচীন নীতি’ যথাযথ স্বীকৃতি পেলে এবং পালন করলে দু’তীরের শান্তিপূর্ণ উন্নতি হয়। ‘একচীন নীতি’ লঙ্ঘিত হলে দু’তীরের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান তাইওয়ান প্রণালী’র দু'তীরের উত্তেজনাময় পরিস্থিতির মূল কারণ হচ্ছে তাইওয়ানের মিন চিন পার্টি ‘একচীন নীতি’-ভিত্তিক ১৯৯২ মতৈক্য থেকে দূরে সরে গেছে; যা দু’তীরের সম্পর্ক ও শান্তিপূর্ণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

(রুবি/এনাম/আকাশ)