প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেনের ১০ হাজারতম ভারী কন্টেইনার ট্রেনটি জার্মানিতে পৌঁছেছে
2022-07-12 19:09:17

জুলাই ১২: প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেনের ১০ হাজারতম ভারী কন্টেইনার ট্রেনের হস্তান্তর অনুষ্ঠান গতকাল (সোমবার) জার্মানির ডুইসবার্গের ডিআইটি স্টেশনে অনুষ্ঠিত হয়েছে।

 

ডুইসবার্গে চীনের কন্সুলার জেনারেল তু ছুনকুও, ডুইসবার্গ বন্দর গ্রুপের সিইও মার্কাক বেইন এবং ডুইসবার্গের মেয়র অফিসের চীন-বিষয়ক বিভাগের পরিচালক এলভি হাইগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

কন্সুলার জেনারেল তু ছুনকুও বলেন, এটি ১০ হাজারেরও বেশি ভারী কন্টেইনারসহ প্রথম চীন-ইউরোপ ট্রেন লাইন, যা চীন-ইউরোপ মালবাহী ট্রেনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চীন-ইউরোপ মালবাহী ট্রেন শুধু এশিয়া-ইউরোপ পারস্পরিক যোগাযোগ ও পরিবহন বাস্তবায়ন নয়, বরং দু’টি অঞ্চলের সার্বিক উন্নয়নে শক্তি যুক্ত করে এবং এ লাইন বরাবর দেশগুলির জনগণের কাছে কল্যাণ এনে দেয়।

 

বেইন এক সাক্ষাত্কারে বলেন, জার্মানি-চীন অর্থনৈতিক সহযোগিতা অনেক ব্যাপক, এবং গত ৫০ বছর ধরে জার্মানি ও চীনের সফল সহযোগিতা দু’পক্ষের জন্য কল্যাণকর হয়েছে। ভবিষ্যতে দু’দেশের সহযোগিতা আরও প্রসারিত করতে চায় তার দেশ। (জিনিয়া/এনাম/শুয়েই)