শ্রীলংকাকে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে চীন
2022-07-12 19:18:13

জুলাই ১২: চীন তার সামর্থ্য অনুযায়ী শ্রীলংকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, শ্রীলংকার সম্মুখীন অসুবিধা এবং চ্যালেঞ্জগুলির প্রতি চীনের সহানুভূতি রয়েছে, এবং শ্রীলংকাকে খাদ্য ও ওষুধসহ জরুরী মানবিক সহায়তা প্রদান করেছে। চীনের কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার এবং বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলিসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শ্রীলংকার সকল স্তরের লোকদের বিভিন্ন ব্যাচে সহায়তা প্রদান করেছে।

 

মুখপাত্র বলেন, শ্রীলংকার অর্থনৈতিক পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করবে চীন। চীনের সাথে সম্পর্কিত শ্রীলংকার ঋণের ক্ষেত্রে চীনের সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলিকে শ্রীলংকার সাথে আলোচনা করবে এবং সঠিক সমাধান খুঁজে পাবে।

 

তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার সাথে বর্তমান সমস্যা মোকাবিলা করতে, ঋণের বোঝা কমাতে এবং টেকসই উন্নয়ন অর্জনে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখতে কাজ করতে ইচ্ছুক।”

 

 (জিনিয়া/এনাম/শুয়েই)