দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে তুর্কি ও রুশ নেতাদের ফোনালাপ
2022-07-12 15:12:47

জুলাই ১২: গতকাল (সোমবার) রাশিয়া ও তুরস্কের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোয়ান।

 

ক্রেমলিন প্রাসাদের ওয়েবসাইট সূত্র জানিয়েছে, সম্প্রতি রাশিয়া ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে, দু’দেশের নেতৃবৃন্দ ফোনালাপে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা, নিজস্ব মুদ্রা দিয়ে লেনদেন করা এবং রাশিয়ার জ্বালানি সম্পদ অব্যাহতভাবে সরবরাহ করা ইত্যাদি।

কৃষ্ণ সাগরে জাহাজের নিরাপদ যাত্রা এবং খাদ্যশস্য রপ্তানিসহ ইউক্রেন পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন দু’নেতা।

(সুবর্ণা/তৌহিদ)