ইয়েমেনের বিভিন্ন পক্ষকে যুদ্ধবিরতি বাড়ানোর তাগিদ দেয় চীন
2022-07-12 11:01:38

জুলাই ১২: গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই বিং নিরাপত্তা পরিষদে ইয়েমেন-বিষয়ক মুক্ত অধিবেশনে দেশটির বিভিন্ন পক্ষকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, কিছু সময় ধরে ইয়েমেনে যুদ্ধ বন্ধ ছিল। তখন দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি ভালো হয়। ২ অগাস্ট শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় দেশটির মানুষ এবং আন্তর্জাতিক সমাজ। চীন আশা করে, ইয়েমেনের বিভিন্ন পক্ষ রাজনৈতিক পদক্ষেপে অবিচল থেকে যুদ্ধবিরতির সময় বাড়াবে।

তিনি আরও বলেন, ইয়েমেনে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে গুরুতর খাদ্য সংকট দেখা দিয়েছে। চীন আন্তর্জাতিক সমাজকে সাহায্যের প্রতিশ্রুতি পালন করা এবং অর্থ সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানায়।

(প্রেমা/তৌহিদ/রুবি)