চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জোকো উইদোদোর সাক্ষাত
2022-07-12 11:11:13

জুলাই ১২: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাত করেছেন।

জি-২০ চেয়ারম্যান দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে বিরাট সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জোকো। তিনি দু’দেশের উর্ধ্বতন পর্যায়ের সংলাপ সহযোগিতা ব্যবস্থার দ্বিতীয় অধিবেশনে অর্জিত ইতিবাচক ফলাফলের উচ্চ প্রশংসা করেন। তিনি আরো বলেন, দু’পক্ষ সমন্বয় ও যোগাযোগ জোরদার করে, জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়েসহ ‘এক অঞ্চল, এক পথ’ গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ জোরদার করার পাশাপাশি আরো বেশি চীনা প্রতিষ্ঠানকে ইন্দোনেশিয়ায় বিনিয়োগের জন্য স্বাগত জানাবে।

 

ওয়াং ই বলেন, সফলভাবে জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন আয়োজনের মাধ্যমে উন্নয়নশীল বড় দেশ এবং নবোদিত অর্থনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন ইন্দোনেশিয়াকে জি-২০ নেতাদের শীর্ষসম্মেলন আয়োজনে যথাসাধ্য সহযোগিতা করা, বিভিন্ন ইস্যুতে ভূমিকা ও অবদান রাখায় সমর্থন দেবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)