মিয়ানমার, লাওস ও ভিয়েতনামের সঙ্গে ইয়ুননানের সীমান্ত রয়েছে
2022-07-11 17:17:54

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ুননান প্রদেশ সুন্দর প্রাকৃতি দৃশ্য ও পরিবেশের জন্য বিখ্যাত। সেখানে অনেক জাতিগোষ্ঠীর লোক বাস করে। ইয়ুননান প্রদেশ হলো ‘প্রাণী ও উদ্ভিদের রাজ্য’। ইয়ুননান প্রদেশের সীমান্ত রেখা ৪০৬০ কিলোমিটার দীর্ঘ। ইয়ুননানের সঙ্গে মিয়ানমার, লাওস ও ভিয়েতনামের সীমান্ত রয়েছে। সীমান্ত অঞ্চলটি শক্তিশালী বহিরাগত ও জাতিগত রীতিতে পরিপূর্ণ।