পারমাণবিক স্থাপনায় অগ্রণী সেন্ট্রিফিউগাল মেশিন ব্যবহার করছে ইরান
2022-07-11 10:08:22

জুলাই ১১: গতকাল (রোববার) ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালওয়ান্দি বলেছেন, ইরান তার ফোর্ডো পারমাণবিক স্থাপনায় আইআর-৬ সেন্ট্রিফিউগাল মেশিন দিয়ে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী চালিয়েছে। কমপক্ষে ২ সপ্তাহ আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) এ ব্যাপারে অবহিত করেছে তেহরান।

 

মুখপাত্র বলেন, গত শনিবার দেশটি আইআর-৬ সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে ২০ শতাংশ ইউরেনিয়াম উত্পাদন করেছে। এক হাজার আইআর-৬ সেন্ট্রিফিউগাল মেশিন নিয়ে ৬টি ক্যাসকেড সংযোজন ও ব্যবহার করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

 

গত শনিবার আইএইএ’র এক রিপোর্টে দেখা গেছে, ইরানের সেসব সেন্ট্রিফিউগাল মেশিন আরো সহজে বিভিন্ন ঘন স্তরের মধ্যে পরিবর্তন করতে পারে।

 

(প্রেমা/এনাম/রুবি)